কলকাতা, ৫ নভেম্বর:- রাজ্যের ভূমি ট্রাইব্যুনাল পুজোর ছুটির মধ্যে ৫৪৮ টি মামলার নিষ্পত্তি করেছে। পুজোর ছুটির মধ্যে ট্রাইবুন্যালের অবকাশকালীন বেঞ্চ মোট দশদিন এজলাস বসিয়ে মামলার শুনানি করে বলে ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে। দুটি বিশেষ বেঞ্চ বসিয়ে কঠোর ভাবে কোভিড বিধি মেনে মামলার শুনানি করা হয়। ২০২০ সাল থেকে পুজোর ছুটিতে অবকাশকালীন বেঞ্চ বসিয়ে মামলার নিষ্পত্তি শুরু করে ভূমি ট্রাইব্যুনাল। এই অবকাশকালীন বেঞ্চে দু বছরে মোট ৪০০ মামলার নিষ্পত্তি করা হয়েছে।
