এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল সরকার।

কলকাতা, ৩ নভেম্বর:- আলোর উৎসবের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল সরকার। ১লা অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ৭.১ শতাংশ হল। এই হারে সুদ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, দীপাবলির ঠিক আগেই কিছুটা স্বস্তি পান এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) গ্রাহকরা। গত অর্থবর্ষে ইপিএফের ক্ষেত্রে সুদের হার যে ৮.৫ শতাংশ রাখা হবে, সে বিষয়ে চলতি বছরের মার্চে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর নেতৃত্বাধীন ইপিএফওয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি(সিবিটি)।