এই মুহূর্তে জেলা

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ।

হাওড়া, ৩ নভেম্বর:- আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে সেজে উঠল বেলুড় মঠ। রঙিন আলো দিয়ে মঠ চত্বর সাজানো হয়েছে। রংবাহারি আলপনা আঁকা হয়েছে মূল মন্দিরের কালীপুজো স্থানে। উল্লেখ্য, আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে বেলুড় মঠ অন্যান্য দিনের মতো ভক্তদের জন্য সঠিক সময় খোলা থাকবে।