এই মুহূর্তে জেলা

নিশ্চিন্দায় ১২৫ বছরের প্রাচীন ভট্টাচার্য পরিবারের পুজো।

হাওড়া, ২ নভেম্বর:- হাওড়ার বালি নিশ্চিন্দা অঞ্চলের বহু প্রাচীন নরনারায়ণ ভট্টাচার্য্য পরিবারের পুজো গত ১২৫ বছর ধরে হয়ে আসছে। মা দক্ষিণা কালীর আরাধনা করে আসছেন এই পরিবার। একসময় সুদূর বাংলাদেশের শেরপুর বগুড়ার এই পারিবারিক পুজো বর্তমানে বালি নিশ্চিন্দা ভট্টাচার্য্য পরিবারে আয়োজিত করা হচ্ছে। পুজোর বয়স ১২৫ পেরিয়ে এলেও হাওড়ার নিশ্চিন্দায় ৬৪ বছর ধরে মা কালীর আরাধনা হয়ে আসছে। এদের পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো ব্যাঘ্র আসনে বসে পরিবারের কর্তা এই দক্ষিণা কালীর পুজো করেন। বাইরে থেকে কোনও ব্রাহ্মণ এদের পুজো করেন না। নিশ্চিন্দা অঞ্চলের বহু মানুষ এই দক্ষিণা কালীর কাছে মানত করেন। লোকমুখে শোনা যায় খুবই জাগ্রত নিশ্চিন্দা অঞ্চলের ভট্টাচার্য্য পরিবারের দক্ষিণা কালী। দক্ষিণা কালীর পাশেই রয়েছে এদের পরিবারের হরগোবিন্দ এবং রাধাকৃষ্ণের মূর্তি। একই সঙ্গে এরাও পূজিত হয়। মা দক্ষিণা কালীর মুর্তি এদের কষ্টি পাথরের তৈরি।