এই মুহূর্তে কলকাতা

শহরের রাস্তায় অপরাধ ঠেকাতে সিসি ক্যামেরা বাড়ানো সহ বেশ কিছু নির্দেশ দিলেন,অনুজ শর্মা !

 

প্রদীপ সাঁতরা,২৩ ফেব্রুয়ারি:-  গত দেড় মাসে ট্যাংরা ও সিঁথি-সহ একাধিক ঘটনার পরেই পুলিশ তৎপর হয়। এদিন কলকাতা পুলিশের বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের রাস্তায় অপরাধ ঠেকাতে এবার কলকাতা পুলিশকে বেশ কিছু নির্দেশ দেন। তার মধ্যে রাস্তায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি, প্রত্যেক ডিসি-কে নিয়মিত থানায় যাওয়ার নির্দেশ দেন তিনি। এরপরেই তিনি ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি ঘটনা তুলে ধরে বলেন, সেখানে পর্যাপ্ত পরিমান সিসি ক্যামেরা ছিলনা কেন? শহরের বিস্তীর্ন এলকা জুড়ে আরো বেশি করে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন তিনি  এছাড়াও শনিবার রাত থেকেই শহরে বেপরোয়া যান চলাচল রুখতে নাকা তল্লাশি শুরু করতে বলেছেন কমিশনার অনুজ শর্মা। শনিবার পুলিশের বৈঠকে এমনই নির্দেশ দেন তিনি। এদিন গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা রয়েছে, তা যেন মেনে চলা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.