এই মুহূর্তে জেলা

ইসলামপাড়া হল্ট স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় অবরোধ যাত্রীদের।

সুদীপ দাস, ১ নভেম্বর:- কোভিড আবহে পেট্রোল স্পেশাল দাঁড়ালেও সাধারন যাত্রীদের জন্য রেল চলাচল স্বাভাবিক হতেই ট্রেন দাঁড়ানো বন্ধ হাওড়া-কাটোয়া লাইনের বাঁশবেড়িয়া ও ত্রিবেনীর মাঝে ইসলামপাড়া হল্ট রেল স্টেশনে। অবিলম্বে ট্রেন দাঁড়ানোর দাবীতে রেল অবরোধ শুরু হলো এই স্টেশনে। সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে লাইনের উপর বসে পরে ট্রেন অবরোধ শুরু করে নিত্য যাত্রীরা। অবরোধের জেরে হাওড়াগামী k6ডাউন ইসলামপাড়ায় আটকে পরেছে। ঘটনাস্থলে রেল পুলিশ। যাত্রীদের বিক্ষোভ চলছে। গত শনিবার পর্যন্ত পেট্রোলিং স্পেশাল ট্রেন দাঁড়ালেও গতকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে এখানে ট্রেন দাঁড়াচ্ছে না।