এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১ জুলাই:- সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই না-করতে পারায় বিজেপিকে দায়ী করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি জানালেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভবনা বেশি। সেই সঙ্গে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার কথা জানলে, তাঁর নাম বিবেচনার মধ্যে রাখতেন বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের মনোভাব তুলে ধরেন তৃণমূল কংগ্রেস নেত্রী। শুক্রবার রথযাত্রার উৎসবের মঞ্চ থেকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি আদিবাসী মহিলাকে প্রার্থী করবে বলে তিনি আগে জানতেন না। তিনি বলেন, ‘‘আগে থেকে যদি বিজেপি জানাত তারা আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, আমরাও চেষ্টা করতাম, সমর্থন করা যায় কি না৷

আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি।এমনিতেই আমাদের মহিলাদের প্রতি একটা সমর্থন আছে৷ রাজনীতিতে পুরুষ এবং মহিলার কোনও ফারাক হয় না৷ আমরা বৃহত্তর স্বার্থে ১৬-১৭টি রাজনৈতিক দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারতাম৷ একটা সর্বসম্মত প্রার্থী হলে ভালো হত।” তবে এখন যে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট নিয়ে তিনি অনড় তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। নেত্রী বলেন, বিরোধী ঐক্যের সঙ্গেই রয়েছেন তিনি। তিনি এও জানান, যেহেতু সর্বসম্মতিক্রমে বিরোধী দলগুলো প্রার্থী ঠিক করেছে, তাই সকলের সঙ্গে আলোচনা না করে, প্রার্থী প্রত্যাহার করা যাবে না।তিনি বলেন, “সমস্ত বিরোধী দলগুলি মিলে একটা সিদ্ধান্তে আসা হয়েছে।সবাই না বললে একা ফিরে আসা সম্ভব নয়।”