এই মুহূর্তে জেলা

চুরির ঘটনা বেড়েই চলেছে আরামবাগে , ক্ষোভ স্থানীয়দের।

আরামবাগ, ৩০ অক্টোবর:- আবারো হুগলির আরামবাগ শহরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। বেশ কয়েকমাস ধরেই আরামবাগ শহরে চুরির ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে ক্ষোভ এলাকার মানুষজনদের। তার ব্যতিক্রম হল না শনিবার। আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন তালপুকুর এলাকার একটি বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তালপুকুর সংলগ্ন বাড়িটির লোহার গেটের খিল কেটে বাড়ির মধ্যে দুষ্কৃতীরা ঢুকে আলমারির চাবি খুলে সোনা ও রুপোর জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। এর পাশাপাশি বাড়ির জিনিসপত্র সাজিয়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা।চুরি প্রসঙ্গে বাড়ির মালিক দেবজিতা ঘোষ জানান, আমার স্বামী অফিসের কাজে বাইরে গিয়েছিল। বলেছিল রাত করে বাড়ি ঢুকবে। সেজন্যই আমি পাশেই আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম।

এরপর রাত্রে যখন আমার স্বামী বাড়ি আসেন অফিসের কাজ সেরে আসে এবং দেখতে পায় বাড়ির গেটের খিল কাটা, কেউ একজন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সন্দেহ হয় আমার স্বামীর। সঙ্গে সঙ্গে আমায় ফোন করে ডাকে। এরপর বাড়িতে ঢুকে দেখতে পাই সোনা ও রুপার গহনা সহ বেশ কিছু জিনিসপত্র বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে গেছে। আমার রুপোর সিঁদুরের কৌটা ছিল সেটি কে নিয়ে চলে গেছে। এ ঘটনায় আমরা সকলে আতঙ্কিত আছি। আরামবাগ থানার পুলিশ এসে তদন্ত করে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বাড়ির মালিক আশিষ ঘোষ বলে জানা যায়। কিন্তু বার বার আরামবাগ শহরে চুরি হচ্ছে কিন্তু চুরির কোনও কিনারা হচ্ছে না কেন সেই বিষয়ে প্রশ্ন উঠছে। চুরি বন্ধ হচ্ছে না কেন।সেই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। যদিও আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।এখন দেখার চুরি বন্ধ করতে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয়।