কলকাতা , ৩০ অক্টোবর:- চলতি বছর কালীপুজো দীপাবলিতে সব রকমের বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের আদেশ শিরোধার্য করে বাজির ব্যবসা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় বাজির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ বাজি। কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে এসএসপিডি। লরিতে করে এই বাজি আনার সময় হাতেনাতে ধরে ফেলা হয়। গ্রেপ্তার করা হয়েছে লরির চালক ও তার সহযোগীকে। উদ্ধার হয়েছে ১৬০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। পাশাপাশি, শুক্রবার জোড়াসাঁকো থানা এলাকা থেকে ৫৪০ কেজি শব্দবাজি আটক করেছে পুলিস। এই ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে, সল্টলেকের বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলে।
সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি। এছাড়া প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি আটক করল চাকদহ থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃত বছর ৪৯-এর ওই ব্যক্তির নাম হিমাংশু দাস। তাকে বৃহস্পতিবার রাতে চাকদহের পালপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিস। দীপাবলি উৎসবের প্রাক্কালে পুলিসের বিশেষ অভিযান থেকে এই সাফল্য আসে। গতকাল সন্ধ্যা থেকে চাকদহ থানা এলাকার বিভিন্ন অবৈধ শব্দবাজি বিক্রেতাদের দোকানে হানা দেয় পুলিস। সেখান থেকে প্রায় লক্ষাধিক টাকার শব্দ বাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি হিমাংশু দাস নামে ওই বাজি কারবারিকে গ্রেপ্তার করা হয়। সুন্দরবন পুলিস জেলার বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালিয়ে ১৩৮ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয় চার জনকে। পুলিস জেলা সূত্রে খবর, রায়দিঘি, মথুরাপুর, হারউড উপকূল থানা এলাকায় তল্লাশি চালিয়ে এই বাজি উদ্ধার হয়। আগামী দিনেও এই অভিযান চলবে বলে পুলিস কর্তারা জানিয়েছেন।