এই মুহূর্তে জেলা

খড়দহে ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু।

খড়দহ , ৩০ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলায় আক্রান্ত হল প্রাক্তন বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদিপ সিনহা। খড়দহ নির্বাচনের শেষ বেলাতে বিজেপির হাতে আক্রান্ত হল। দ্রুত চিকিৎসার জন্য তাকে খড়দহ রহড়া সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা ক্ষোভে ফেটে পড়ে। এতে খড়দহের মানুষজনের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত হয়, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পার্থ ভৌমিক, দমদমের সাংসদ সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা। প্রাক্তন বিধায়ক এর স্ত্রী নন্দিতা সিনহার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।