উঃ২৪পরগনা, ২৯ অক্টোবর:- রাত কাটিয়েই শুরু হবে পশ্চিমবঙ্গে চারটে বিধানসভা উপনির্বাচন। এই চারটির মধ্যে একটি উত্তর ২৪ পরগনা জেলার খরদা বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচন কর্মীদের ব্যস্ততা। বিভিন্ন বুথে ইভিএম সহ কাগজপত্র নিয়ে পৌঁছানোর ডি সি আর সি নির্বাচনী পরিচালনা করবার জন্য হয়েছে নিউ ব্যারাকপুর এর এপিসি কলেজ। খরদা বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচনে মোট ভোটদাতা সংখ্যা দু’লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার আছে এক লক্ষ ১৬১৪৪ জন। মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ ১৬০০০ ১৯৭ এবং তৃতীয় লিঙ্গ ভোটার আছে ৭ জন।
পিডব্লিউডি ভোটার আছে ৭১৪ জন। ৮০ বছরের উর্ধ্বে ভোটার আছে ৪৪৭১ জন। ১৮ থেকে ১৯ বছরের মধ্যে ভোটার সংখ্যা ৪৯০০। মোট ভোট কেন্দ্র ৩৩৫, প্রধান বুথ ২৩৬, এবং অতিরিক্ত বুথ ৯৯। খরদা পৌরসভার ওয়ার্ড সংখ্যা ২২ এবং পানিহাটি পৌরসভার অন্তর্গত খরদা বিধানসভার মধ্যে এছাড়াও রয়েছে চারটি গ্রাম পঞ্চায়েত বিলকান্ডা ১, বিলকান্ডা ২, বন্দিপুর এবং পাতুলিয়া। মোট প্রার্থী সংখ্যা ৭ জন। এর মধ্যে প্রধান দল বামপন্থী মনোনীত সিপিআইএম প্রার্থী, সরকার পক্ষের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপির প্রার্থী এছাড়াও আছেন চারজন প্রার্থী। এখন দেখার আগামীকাল সকাল সাতটা থেকে শুরু হবে উপনির্বাচনের ভোটদান সেখানে গণদেবতা কি রায় দেন তার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী ২ রা নভেম্বর খরদা বিধানসভা কেন্দ্রের গণদেবতা কোনদিকে রায় দেয়।