এই মুহূর্তে জেলা

দুদিনের বৃষ্টিতেই জলবন্দির শিকার চুঁচুড়ার মানুষ।

হুগলি , ২২ আগস্ট:- লকডাউনের মধ্যে জলবন্দির শিকার চুঁচুড়ার সুভাষনগর এলাকার মানুষ , দুদিনের বৃষ্টিতেই জল জমে জনজীবন ব্যাহত । কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় নিকাশি ব্যাবস্থা নিয়ে সমস্যা বহুদিনের , বহুবার পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এমনকি বিধায়ককে পর্যন্ত জানানোয় কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। প্রতিবছর বর্ষাকালে, সামান্য বৃষ্টিতেই জল জমে এলাকার মানুষের অবস্থা হয়ে ওঠে শোচনীয়। বাঁধানো রাস্তা এবং ড্রেন থাকার সত্ত্বেও, নিকাশি ব্যাবস্থা না থাকার জন্য ড্রেনের জলই উঠে চলে আসে রাস্তার ওপর। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের কল, সবই চলে যায় জলের তলায়।

এই বিষয়ে সমস্যার কথা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়েও কোনো সঠিক সমাধান মেলেনি। এলাকাবাসীর অভিযোগ , ভোট ব্যাতিত প্রধান বা সদস্য কারুরই দেখা মেলেনা এই এলাকায় । নিকাশির মতন একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা কি ভাবে বছরের পর বছর উহ্য থাকতে পারে,সেটি তাদেরও অজানা। এই বিষয়ে এলাকার বিধায়কে প্রশ্ন করলে তিনি জানান, মানুষকে ঘরে বসে থাকলে হবেনা, তাদেরকেও এগিয়ে আসতে হবে । জল কোথাও না জমে! এটা প্রাকৃতিক নিয়ম , আপনারা বললেন , বিষয়টি খোঁজ নিয়ে দেখবো কি ভাবে সমস্যার সমাধান করা যায়।