কলকাতা, ২৯ অক্টোবর:- রাজ্য সরকার আগামী ১৬ই নভেম্বর থেকে শুরু হতে চলা স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনের সময় ঘোষণা করেছে। সব ধরনের কভিড বিধি মেনে নবম এবং একাদশ শ্রেণির ক্লাস সকাল দশটায় এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের পঠন-পাঠন সকাল এগারোটায় শুরু হবে বলে আজ রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম দুটি শ্রেণীর জন্য বিকাল সাড়ে তিনটা এবং বাকি দুটি শ্রেণীর ক্লাস বিকেল সাড়ে চারটে পর্যন্ত নেওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিটি শ্রেণীকে দুটি বা তার বেশি কক্ষে ভাগ করে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ মনে করলে থিওরি ক্লাসের পাশাপাশি ওই দিন থেকে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারবে বলে জানানো হয়েছে।
