এই মুহূর্তে জেলা

বিজেপিকে আরামবাগে মানুষ জিতিয়েছে বলেই শাস্তি স্বরূপ বন্যা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

হুগলি, ২৮ অক্টোবর:- আরামবাগের মানুষ বিজেপিকে বিধানসভায় জিতিয়েছেন,তাই মানুষকে শাস্তি দিতে এখনো বন্যা ঘোষনা করেনি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। বৃহস্পতিবার দুপুরে খানাকুল বিজেপির উদ্যোগে এক ডেপুটেশন কর্মসূচীতে অংশগ্রহন করতে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু।। এদিন স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষকে সাথে নিয়ে মিছিল করে খানাকুল ২ বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তিনি।। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এলাকার বন্যা পরবর্তী পরিস্থিতি বিষয়ে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় খানাকুলের দুটি ব্লকের বিস্তৃন এলাকা প্লাবিত হয়। তিন বার বন্যার জলে প্লাবিত হওয়ায় এলাকার মানুষ অসহায় ভাবে দিন কাটাচ্ছেন।

ঘরবাড়ি ভেঙে পড়া থেকে শুরু করে জমির ফসল ও রাস্তাঘাট নষ্ট হয়ে যায়।এই রখম এক পরিস্থিতিতে খানাকুলের মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে এবং রাস্তাঘাট সংস্কার, ভাঙ্গা ব্রীজ তৈরি, ঘর তৈরি করে দেওয়া, চাষীদের আর্থিক সাহায্যসহ একগুচ্ছ দাবী তুলে এদিন বিজেপি ডেপুটেশন দেয়। এই বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু আরও বলেন, খানাকুলের সাঁকো,সেতুগুলোতে তৃনমুলের জুলুমবাজীতে পরিনত হয়েছে। বাইক নিয়ে গেলে কুড়ি টাকা, সাইকেল নিয়ে গেলে দশ টাকা, হেঁটে গেলে পাঁচ টাকা দিতে হচ্ছে। সরকারের সম্পতিতে তৃনমুল পয়সা তুলছে কেন? প্রশ্ন তোলেন তিনি।অপরদিকে খানাকুলের বিজেপি বিধায়ক বলেন,বন্যার জেরে পানীয় জলের কল ও রাস্তাগুলো খারাপ হয়ে রয়েছে। প্রশাসনের নজর নেই। আমরা সেই নিয়ে ডেপুটেশন দিয়েছি।