এই মুহূর্তে জেলা

নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান আরামবাগে।

হুগলি, ২৮ অক্টোবর:- আরামবাগ মহকুমা জুড়ে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান শুরু করলো পুলিশ। গত দুই দিন ধরে প্রায় একশো দশ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজী উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের মেডিকেল পরীক্ষা করার পর আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, আরামবাগ মহকুমার চারটি থানা এলাকাতেই চলছে নিষিদ্ধ শব্দবাজীর বিরুদ্ধে অভিযান। আরামবাগ থানার প্রতাপ নগর থেকে প্রায় তিরিশ কেজি, গোঘাট থানা এলাকা থেকে ২৫ কেজি, পুড়শুড়া থানা এলাকা থেকে ১০ কেজি এবং খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ শব্দবাজী উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে নিষিদ্ধ শব্দবাজী বিক্রি ও মজুত করে রাখার অভিযোগ দুটি নিদিষ্ট মামলা করে পুলিশ।

প্রশাসন সুত্রে জানা গেছে, সামনেই কালিপুজো ও ছট পুজো। তাই বাজী ফাটানোর বিষয়ে প্রশাসন নিদিষ্ট কিছু গাইড লাইন প্রকাশ করেছে। তার বাইরে বেআইনি ভাবে বাজী বিক্রি অথবা বাজী ফাটালেই পুলিশ আইনত ব্যবস্থা নেবে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসনের নির্দেশে চারটি থানা এলাকাতেই পুলিশ নিষিদ্ধ শব্দ বাজীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, নিষিদ্ধ শব্দ বাজীর বিরুদ্ধে অভিযান চলবে।গত দুই দিন ধরে চারটি থানা এলাকা থেকে একশো দশ কেজি নিষিদ্ধ শব্দ বাজী উদ্ধার হয়েছে। মুলত পরিবেশ বান্ধব শব্দবাজী পোড়ানো যাবে।কালিপুজোর দিন সন্ধ্যা আটটা থেকে দশটা পযন্ত এবং ছটপুজোর দিন সন্ধ্যা ছয়টা থেকে আটটা পযন্ত পরিবেশ বান্ধব বাজী ফাটানো যাবে।সবমিলিয়ে নিষিদ্ধ শব্দবাজীর বিরুদ্ধে পুলিশের এই অভিযান শুরু হওয়ায় এলাকায় মানুষ পুলিশ কাজকে সাধুবাদ জানায়।