এই মুহূর্তে জেলা

মাস্কহীন মানুষদের আটক চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৪ অক্টোবর:- দুর্গা পুজো মিটতেই আবারও পুরনো ছবি চুঁচুড়া শহরে। টানা কয়েকদিন ধরে রাজ্যে করোনার গ্রাফ উর্দ্ধমুখী। যে কোন প্রকারে ৩য় ঢেউ রুখতে ইতিমধ্যে চুঁচুড়ার ৭টি ওয়ার্ডকে কনটেইনমন্ট জোন ঘোষনা করা হয়েছে। সদর মহকুমার পাশাপাশি জেলার চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ায় কনটেনমেন্ট জোন করা হয়েছে।

রবিবার পুনরায় ধরপাকড় শুরু হলো চুঁচুড়া থানা এলাকায়। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে মাস্কহীন মানুষদের আটক করা হয়। পাশাপাশি এদিন শহরের বিভিন্ন এলাকায় কোভিড বিধি মানার জন্য মাইকিং প্রচার চালায় চুঁচুড়া থানার পুলিশ। একইভাবে হুগলী-চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকেও মাইকিং প্রচার চালানো হয়।