এই মুহূর্তে জেলা

টিকা যন্ত্রনা, একই দিনে পরলো ডবল ডোজ , অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক !

সুদীপ দাস, ২২ অক্টোবর:- বহু দিন ধরেই টিকার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন হুগলীর বলাগর ব্লকের বাসিন্দা সৈফুদ্দিন দফাদার। অবশেষে গত বুধবার পান্ডুয়ায় শ্বশুরবাড়ীর সহযোগীতায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে কোভিশিল্ড টিকা দেওয়া হয় সৈফুদ্দিনকে। কিন্তু অভিযোগ সেদিনই কয়েক সেকেন্ডের ব্যাবধানে দুটি কোভিশিল্ডের ডোজ দিয়ে দেওয়া হয় সৈফুদ্দিনকে। বিষয়টি বুঝতে পেরেই কর্তব্যরত নার্সকে বিষয়টি জানালে তিনি জ্বর এলে প্যারাসিটেমল নেওয়ার পরামর্শ দিয়ে বিষয়টিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকেই শরীরে দুর্বলতা শুরু হয় সৈফুদ্দিনের। গতকাল পান্ডুয়া হাসপাতালের আউটডোরে দেখানোর পরও ঠিক না হওয়ায় শুক্রবার দুপুরে সৈফুদ্দিনকে পান্ডুয়া হাদপাতালে ভর্তি করানো হয়। এরপরই পান্ডুয়ার ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিককে লিখিত অবনিযোগ জানায় সৈফুদ্দিনের পরিবার। এবিষয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর কিংবা পান্ডুয়া গ্রামীন হাসপাতালের কেউ মুখ খুলতে চায়নি।