এই মুহূর্তে জেলা

DYFI এর ইনসাফ যাত্রা হাওড়ায়, নেতৃত্বে মীনাক্ষী।

হাওড়া, ১১ ডিসেম্বর:- রাস্তাতেই দেখা হবে, রাস্তাতেই কথা হবে। চোখে চোখ রেখে কথা হবে। ওরা ভেবেছিল পুলিশ দিয়ে বিডিও দিয়ে ভয় দেখিয়ে বামপন্থীদের ঘরে ঢুকিয়ে দেবে। বামপন্থীরাও জানে কীভাবে সেই ভয় উপেক্ষা করে রাস্তার দখল নিতে হয়। মন্তব্য ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জীর। সোমবার সকালে হাওড়ার মানিকপুরে ইনসাফ যাত্রায় অংশ নেন তিনি। তিনি জানান, মানুষ এবার ইনসাফ চাইছেন।

মানিকপুরে ব্যবসায়ীদের কাছ থেকে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে এই প্রসঙ্গে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন, সব তোলাবাজির হিসাব তোলা থাকছে। উল্লেখ্য, মানিকপুরের পরই এদিন ডোমজুড়ে ইনসাফ যাত্রা পৌঁছায়।