উঃ২৪পরগনা, ২০ অক্টোবর:- খরদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজ্য এবং উত্তর ২৪ পরগনা জেলার যুব আন্দোলনের নেতৃত্ব দেবজ্যোতি দাস এর সমর্থনে নির্বাচনী প্রচার শুরু হলো। অভিনব ভাবে এই প্রচার শুরু হয় পঞ্চানন তলা মোড় খড়দা থানা পাশে থেকে ১৯, ১৪, ১৭ ও ১৬ নম্বর ওয়ার্ডে। খরদা পৌরসভা অঞ্চলের এই ওয়ার্ডগুলি পরিক্রমা করা হয়। থানা রোড, শ্যামসুন্দর ঘাট রোড এবং বিডি ফার্মাসিস্ট মোড় হয়ে শ্যামসুন্দর ঘাট ফেরি ঘাটে গিয়ে এই প্রচার শেষ হয়। ফেরিঘাটের শেষ হয়ে সংক্ষিপ্ত সভায় সেই সভায় বক্তব্য রাখেন পীর মোহাম্মদ এবং প্রার্থী দেবজ্যোতি দাস।
এই নির্বাচনী প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন উত্তর দমদমের বিধায়ক তন্ময় ভট্টাচার্য সিপিআইএম উত্তর ২৪পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য পীর মোহাম্মদ। এই প্রচার অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার ছাত্র যুব মহিলা ও সিপিএমের কর্মীরা। তন্ময় ভট্টাচার্য এই পদযাত্রা শেষে হাতজোড় করে সাধারণ মানুষের কাছে আবেদন করেন এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পাল্টাবে না, মন্ত্রিত্ব পাল্টাবে না কিন্তু খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর ছাত্র-যুব মহিলাদের দাবি বিধানসভায় পৌঁছে দিতে এই খরদা বিধানসভা কেন্দ্রে দেবজ্যোতি দাস কে নির্বাচিত করে বিধানসভায় পাঠানোর আবেদন জানান।