হুগলি,৯ অক্টোবর:- রাস্তায় হারিয়ে গিয়ে ছিল খোদ পুলিশ কর্মীর মোবাইল। মাস কয়েক পর আইএমএ নম্বর সার্চ করে সহকর্মীরা মোবাইল ফোন উদ্ধার করতেই উচ্ছসিত রিষড়া থানার পুলিশ কর্মী প্রদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে রিষড়া ও শ্রীরামপুর থানার উদ্যোগে ১১২ ও ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কমিশনারেটের পুলিশ। এ দিন শ্রীরামপুর রবীন্দ্রভবন ও রিশরা থানায় এসে পুলিশ কমিশনার অর্ণব ঘোষ হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেন।
সেখানে উপস্থিত ছিলেন আই সি শ্রীরামপুর দিব্যেন্দু দাস, রিষড়া থানার আই সি রাসেল পারভেজ খান। এ দিন শ্রীরামপুর মল্লিকপাড়ার বাসিন্দা অভীক দাস বলেন, মাস কয়েক আগে বাজার করতে গিয়ে মোবাইল খোয়া যায়। শুক্রবার আমাকে থানা থেকে মোবাইল ফোন ফেরত নিয়ে যাওয়ার কথা জানানো হয়। আমি আপ্লুত। পুলিশ যে ভাবে মোবাইল উদ্ধার করেছে তাতে পুলিশের প্রতি আমাদের আস্থা বেরেছে।