এই মুহূর্তে কলকাতা

সারারাত বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ।


কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- গুলাব এর প্রভাবে মঙ্গলবার রাত থেকেই পড়েছে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টি দেখা দিয়েছে। সারারাত ধরে অনবরত বৃষ্টি এখনো পর্যন্ত হয়েই চলেছে যার ফলে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করেছে। কিছুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে শহর কলকাতার বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত জল জমে আছে সেই জল এখনো পর্যন্ত নামেনি তার ওপর নতুন করে এই বৃষ্টিপাতের ফলে জমা জলের ওপর নতুন করে জল জমতে শুরু করেছে।

এর ফলে সাধারণ মানুষের অবস্থা ভয়ঙ্কর খারাপ হতে চলেছে। ইতিমধ্যে ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালিবাড়ি, বিভিন্ন জায়গায় জল জমেছে। অফিস টাইমে বৃষ্টি হওয়ায় মানুষের অফিস যেতে অসুবিধা হচ্ছে। তীব্র যানযটের স্বীকার নিত্য অফিস যাত্রী। ইতিমধ্যে রাস্তায় গাড়ি চলছে তারমধ্যে প্রাইভেট গাড়ি গুলি বেশি দাম চাইছে।

সব মিলিয়ে মানুষের অবস্থা নাজেহাল তবে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে সমস্ত পাম্প চালানো হয়েছে ইতি মধ্যে। সবদিকে চালানোর বন্দোবস্ত করা হয়েছে তবে যে সমস্ত নিচু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় জল খানিকটা হলেও জমবে প্রসঙ্গত গুলাব এর লেজ ধরে আসতে চলেছে নতুন ঘূর্ণিঝড় শাহীন এর ফলে বৃষ্টিপাত আরো জোরালো হবে ইতিমধ্যে তা নিয়ে মৌসম ভবন সতর্কবার্তা জারি করেছে।