তারকেশ্বর, ২৯ সেপ্টেম্বর:- দুর্গাপুজো সুষ্ঠু ভাবে সম্পর্ন করতে বৈঠক প্রশাসনের। তারকেশ্বরের ২৯০ টি পুজো কমিটিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক প্রশাসনের। এদিন তারকেশ্বর থানার পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়।তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ওসি, পৌরপ্রশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পঞ্চায়েতের প্রধানসহ পুজো কমিটির সদস্যরা।
থানার পক্ষ থেকে জানানো হয় গত বছরের মতো এ বছরও প্রতিটি মণ্ডপে মাক্স এবং স্যানিটাইজার রাখাটা খুব প্রয়োজনীয়। মণ্ডপে ২০ জনের বেশি দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। রাত দশটার পর মাইক বাজানো বন্ধ। পাশাপাশি পুজোর দিনগুলিতে রাস্তার ধারে কোন রকম ভাবে গাড়ি পার্কিং করা যাবে না বলে বার্তা দেওয়া হয় এই বৈঠকে।সবমিলিয়ে এদিন তারকেশ্বরে সুষ্ঠু ভাবে দুর্গাপুজো সম্পর্ন করতে সব রখম ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে।