এই মুহূর্তে জেলা

হরতালে তেমন কোনও প্রভাব নেই হাওড়ায়।

হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আজ ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। বামেরা এই হরতালকে সমর্থন জানিয়েছে। হাওড়ায় সকাল থেকে হরতালের তেমন কোনও প্রভাব নেই। হাওড়া স্টেশনে প্রি-পেইড ট্যাক্সি বুথের সামনে গাড়ি রয়েছে। রাস্তায় ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, সরকারি ও বেসরকারি বাস চলছে। তবে এখনও পর্যন্ত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের থেকে কিছুটা কম। উল্লেখ্য, আজ দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় হরতালের ডাক দেওয়া হয়েছে। তিন কৃষি আইনের বিরুদ্ধে গত নভেম্বর থেকে দিল্লিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। এদিন ২৭ সেপ্টেম্বর সেই কৃষক আন্দোলনের দশ মাস পূর্ণ হয়েছে। এদিন তারই অংশ হিসেবে এই হরতালের ডাক দিয়েছেন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা।