এই মুহূর্তে কলকাতা

শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার আগেই সব পড়ুয়াদের টিকা প্রদানের আয়তায় আনতে হবে , নির্দেশিক্ষা স্বাস্থ দপ্ততের।


কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার আগেই সেখানকার সব পড়ুয়াদের টিকা প্রদানের আওতায় আনতে হবে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দ্রুত টিকাকরণ সম্পন্ন করার জন্য সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর পাশাপাশি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কেও নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের জারি করা এই নির্দেশিকাতে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য দফতর পড়ুয়াদের টিকা প্রদানের কর্মসূচি শুরু করবে।

এ নিয়ে স্থানীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে। কোন কলেজে কত জন পড়ুয়ার এখনও টিকা পাওয়া বাকি, তার তালিকা তৈরি করে তা স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানোর কথাও বলা হয়েছে। উল্লেখ্য পুজোর পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছেন। পরবর্তী সময়ে রাজ্য সরকার নিযুক্ত গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের প্রধান নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খোলার স্বপক্ষে মত দেন।সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি প্রশাসনিক বৈঠকেও বিষয়টিতে জোর দেওয়ার কথা জানান। এ দিন স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকাতে উচ্ছ্বাসিত পড়ুয়া থেকে শিক্ষকেরাও।