এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের একার প্রচেষ্টায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, দাবি অভিষেকের।

কলকাতা, ৬ জুলাই:- তৃণমূল কংগ্রেস বা তার একার প্রচেষ্টায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। কলকাতা প্রেস ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাসক দলের পাশাপাশি সংবাদ মাধ্যম বিরোধী দল সবার যৌথ প্রচেষ্টাতেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। তবে ভোট প্রক্রিয়া হিংসা মুক্ত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে বলে তাঁর দাবি। অভিষেক বলেন, সেকারণেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে এ বারেই রেকর্ড পরিমাণ ২ লক্ষ ৩৬ হাজার মনোনয়নপত্র জমা পড়েছে। যার মধ্যে দেড় লক্ষ্যের বেশি মনোনয়ন জমা পড়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে।

পঞ্চায়েত ভোটগ্রহণের দিন রাজ্যে শান্তি বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তাই ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। সব মিলিয়ে ৬২ টি প্রকল্পের অনুদান বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছেl অন্যদিকে জিএসটি সহ বিভিন্ন কেন্দ্রীয় কর বাব্বদ ১০ লক্ষ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। অভিষেক বলেন, বিজেপি মানুষকে বঞ্চিত করে মানুষের ভোটে জেতার স্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হবে না।