কলকাতা ,১০ ডিসেম্বর:- বিজেপির সভাপতি জেপি নাড্ডার সফরের আগেই নিজের বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১২টা নাগাদ যদুবাবু বাজারের দুয়ারে সরকার কর্মসূচিতে হঠাৎই হাজির হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফরকে তীব্র কটাক্ষ করেন তিনি। মমতার কথায়,“বাংলার পার্টি তৃণমূল। বিজেপির দিল্লির দল।”একইসঙ্গে এনআরসি, এনপিআর নিয়েও সরব হন তিনি। বলেন, “ভোটার কার্ডে নাম না তুললে এনআরসি করে বিজেপি নাগরিকত্ব কেড়ে নিতে পারে।” নাড্ডার সফরে একাধিকবার হামলার অভিযোগ উঠেছে। তা নিয়ে তৃণমূল নেত্রীর কটাক্ষ,“বিএসএফ, সিএসএফ, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরছেন।
এত বড় কনভয় রয়েছে, তাহলে এত ভয়ের কী আছে?” পাশাপাশি দিল্লির বিজেপি সরকারকে উদ্দেশে করে তাঁর কটাক্ষ, “আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। কাজ করব আমরা আর ওঁরা খালি কৈফিয়ত চাইবে। রাজ্যের সমস্ত টাকা লুঠ করে। বদলে খালি লাঞ্ছনা আর বঞ্চনা পাই।” সরকারে দুয়ার কর্মসূচিতে হঠাৎ মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।এদিন তিনি আরও বলেন, “ওরা বলে এখানে আইন-শৃঙ্খলা নেই, আমার মা-বোনেরা কি রাস্তায় বেরোতে পারেন না? বলুন। এখানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, খাদ্য নেই? ওদেরকে জিজ্ঞাসা করুন দিল্লির কুঠুরিতে কি আছে?” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম,মালা রায়। নজর কেড়েছেন মদন মিত্র। মদন মিত্রের পার্টি অফিসে সামনে ক্যাম্প করা হয়েছে। মূলত গাড়িচালক, হকার, মুটে মজুরের তাদের জন্য মূলত ক্যাম্প করা হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি এলাকার নাগরিকরাও এইখান থেকে সুবিধা পাবেন।