এই মুহূর্তে কলকাতা

গঙ্গা দূষণ রোধে এগিয়ে বাংলা।


কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- নমামী গঙ্গে প্রকল্পে রাজ্যে তেইশটির মধ্যে তিনটি প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে বলে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে। ভাটপাড়া, কল্যাণী ও গয়েশপুরে প্রকল্পগুলি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। অন্যদিকে এই প্রকল্পের আওতায় থাকা আরও ছয়টি প্রকল্পের কাজ চলতি বছরেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। নবদ্বীপ ও কাঁচড়াপারার প্রকল্প দুটি বাস্তবায়নের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। বারাকপুর, হালিশহর এবং বজবজে নিকাশি পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত যে চারটি প্রকল্পের কাজ চলছে, সেগুলি বর্তমানে ‘ট্রায়াল রান’ পর্যায়ে আছে।

শুধুমাত্র বাড়ি বাড়ি সংযোগ দেওয়াই বাকি। চলতি বছরের নভেম্বরে নবদ্বীপের এবং ডিসেম্বরে কাঁচরাপাড়ার প্রকল্পটি ট্রায়াল রান পর্যায়ে পৌঁছে যাবে। তবে কিছু ক্ষেত্রে প্রকল্প শেষ করার সময়সীমা বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। কেএমডিএর ব্যাখ্যা, অনেক সময় যেমন জমি সমস্যার সৃষ্টি হয়েছে, তেমনই করোনার কারণেও বাধা তৈরি হয়েছে। কেএমডিএ জানিয়েছে, নমামি গঙ্গের আওতায় থাকা প্রত্যেকটি প্রকল্পই সমান গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং যত দ্রুত সম্ভব সেগুলির বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।