এই মুহূর্তে কলকাতা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহিত করতে রাজ্য সরকার শিল্প পার্ক গঠনের উদ্যোগ নিয়েছে।

কলকাতা , ৯ সেপ্টেম্বর:- কর্ম সংস্থানের সুযোগ ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্যে এবার রাজ্য সরকার বিভিন্ন জেলায় আরো ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক গঠনের উদ্যোগ নিয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান বর্তমানে রাজ্যে ১৪ টি এ ধরনের শিল্প পার্ক রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহিত করতে রাজ্য সরকার এই ধরনের আরও পার্ক গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী হচ্ছে। রাজ্য সরকার এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণের সব রকম সহায়তা করবে বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন। এই ধরনের পার্কে মূল রাস্তা থেকে প্রকল্প এলাকায় পৌঁছতে দেড় কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করে দেবে রাজ্য সরকার। বিনামূল্যে পাওয়ার স্টেশনও তৈরি করে দেওয়া হবে ।

এ ছাড়াও এই পার্কগুলিকে নতুন হারে ইনসেন্টিভ দেবে রাজ্য। ২০১৪ সাল থেকে শুরু হওয়া উৎসাহ ভাতা আগামী আরো ৫ বছর পর্যন্ত বর্ধিত হারে চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।ইনসেন্টিভ দেয় রাজ্য । ২০ একর থেকে ৩৯ একর পর্যন্ত ২ কোটি টাকা, ৪০ একর থেকে ৫৯ একর পর্যন্ত ৪ কোটি টাকা, ৬০ একর থেকে ৭৯ একর পর্যন্ত ৬ কোটি টাকা, ৮০ একর থেকে ১০০ একর পর্যন্ত ৮ কোটি টাকা ও ১০০ একরের ঊর্ধ্বে ১০ কোটি টাকা ইনসেন্টিভ মিলবে। এছাড়াও জমি বাবদ স্ট্যাম্প ডিউটি ও মকুব করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।স্বরাষ্ট্র সচিব বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে ইতিমধ্যেই ব্যাপক কর্মসংস্থান হয়েছে। আরও কর্মসংস্থান সংবাড়াতেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের উৎসাহিত করার নীতি নেওয়া হচ্ছে।