এই মুহূর্তে কলকাতা

পথসাথী ও কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক।


কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সব পথসাথী এবং কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক করেছে। পরিবহন দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে এর ফলে সাধারণ মানুষ এবং বাসযাত্রীরা এই প্রকল্প দুটি সম্পর্কে অবগত হবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকার বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কের পাশে পথসাথী গড়ে তুলেছে। এই মুহূর্তে রাজ্যে ৭০ টি পথসাথী রয়েছে। অন্যদিকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের স্টল দিয়ে তৈরি কর্মতীর্থ রয়েছে ৫২৯টি।