এই মুহূর্তে কলকাতা

ভোটে শান্তি – শৃংখলা বজায় রাখতে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্য সচিবের।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে আসন্ন তিন বিধানসভা আসনের ভোট ও উপনির্বাচন পর্বে হিংসা রুখতে সব রকমের প্রস্তুতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার ভোটের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী। সেখানেই তিনি এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। বুধবার ৪৫ মিনিটের এই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও হাওড়ার পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা। সেখানে নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বেশ কিছু ব্যাবস্থা নিতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর মুখ্যসচিব বলেন,

ভোটে দুষ্কৃতীরা যাতে অস্ত্রশস্ত্র, তাজা বোমা ব্যবহার করতে না পারে, প্রশাসনিক কর্তাদের সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে রাস্তায় নাকা চেকিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, উপ-নির্বাচনের জন্য এসে পড়বে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পড়েছে। এদিন থেকেই রুটমার্চ শুরু হয়েছে। তাদের সঙ্গে নিয়ে এলাকায় যে কোনও রকম রাজনৈতিক হিংসায় দ্রুত পদক্ষেপ করতে হবে। বিশেষ করে মুর্শিদাবাদ ও দক্ষিণ কলকাতার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হবে। জানা গিয়েছে ৩ কেন্দ্রে উপ-নির্বাচনের জন্য মোট ৬৭ কোম্পানি বাহিনী আসছে। তার মধ্যে ভবানীপুরে মোতায়েন থাকবে ১৫ কোম্পানি বাহিনী। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ওই দিনই মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে বকেয়া বিধানসভা নির্বাচন হবে।