এই মুহূর্তে জেলা

তাল তাল সোনা গায়ে নিয়ে রচনার প্রচারে নজর টানছেন লঙ্কা রাজা !

হুগলি, ২৯ মার্চ:- কথায় বলে সোনে কি লঙ্কা।আর এনার নাম লঙ্কা রাজা।সোনার লঙ্কার রাজা রাবণ নয় সুনীল দাসের ডাকনাম লঙ্কা রাজা। যেই রাখুক সার্থক নাম। তাল তাল সোনা পরে ঘোরেন। দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য। সেই লঙ্কা রাজা নজর কাড়লেন রচনার প্রচারে। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আমেদাবাদ গ্রামে রচনার প্রচার সঙ্গী ছিলেন লঙ্কা রাজা। গলায় সরু মোটা নানা ধরনের চেন। শিব কালী বজরঙবলি গনেশের লকেট।

দুই হাতে নানা ধরনের ব্রেসলেট, বালা, আঙুলে আংটি ঘরি। কালো পোশাকে চকচক করছে সোনার অলংকার। ভয় করে না এত সোনা পড়ে ঘোরেন প্রশ্ন শুনে লঙ্কার জবাব ভয় করবে এমন লোকের সঙ্গে মিশিনা। কত সোনা আছে শুনি? কত আছে মাপা নেই।আমার সখ তাই পরি। চাষবাস আর স্টক ব্যবসা।জমি কেনাবেচা করেন লঙ্কা রাজা। সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি। সাত সাতটা বুলেট আছে তার। সেই বুলেট নিয়ে ঘোরেন সৌখিন তৃনমূল কর্মি সুনীল দাস ওরফে লঙ্কা রাজা।