এই মুহূর্তে জেলা

দিদিকে অনুসরন করেই সিঙ্গুর দিবসে দিদির কাছে বার্তা চাকুরি প্রার্থীদের।

সুদীপ দাস ,১৪ সেপ্টেম্বর:- দিদি সিঙ্গুরের মাটি থেকে আন্দোলন করেই তৃণমূলের নাম ছড়িয়ে দিয়েছেন। সিঙ্গরের অনিচ্ছাকৃত চাষীদের কথামত জমি ফেরত দিয়েছেন। তাই আমরাও সিঙ্গুরের বুকে আন্দোলন সংগঠিত করে দিদিকে বার্তা দিতে চাই অবিলম্বে আমাদের চাকুরির ব্যাবস্থা করুন। নইলে আমরা সিঙ্গুর থেকে পায়ে হেঁটে কোলকাতা পৌঁছবো। আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবো। সোমবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এভাবেই সিঙ্গির থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন ২০১৪ প্রাথমিক টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ। এর আগেই তাঁরা একাধিকবার জেলা ও রাজ্যস্তরে চারির দাবীতে আন্দোলন করেছে। কিন্তু কোন কাজ হয়নি।

তাই তাঁদের আন্দোলনকে আরও প্রাসঙ্গিক করে তুলতে তাঁরা এবারে ঐতিহাসিক সিঙ্গুরের বুকে আন্দোলনে নামলো। চাকুরি প্রার্থীদের বক্তব্য ২০১৪ সালে টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষনপ্রাপ্ত মোট ২০ হাজার প্রার্থীকে চাকুরি দেওয়ার কথা ঘোষনা করলেও ১২ হাজারের বেশী চাকরি পায়নি। তাই আমরা অবিলম্বে আমাদের ন্যার্য চাকুরির দাবী জানাচ্ছি। সিঙ্গুরে কৃষি আন্দোলন করেই দিদি আজ খ্যাতি অর্জন করেছে। পাশাপাশি নিজের দেওয়া কথামত অনিচ্ছুক চাষীদের জমিও ফেরত দিয়েছেন দিদি। দিদিকে বার্তা দেওয়ার জন্য আমরা তাই এবারে সিঙ্গুরকেই বেছে নিলাম।