হুগলি , ৩০ নভেম্বর:- বিজেপি সরকারের কৃষি আইন নিয়ে উত্তাল চলছে দেশের ও রাজ্যের রাজনীতি।দেশের রাজধানী দিল্লিতে প্রতিবাদে পথে নেবেছে কৃষকরা।বৃহত্তর আন্দোলন চালাচ্ছে কৃষকরা।তার মধ্যে দিল্লীতে কৃষকদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।এবার কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে ও কৃষি আইনের প্রতিবাদে হুগলি জেলার কোন্নগরের কানাইপুর থেকে স্টেশন পর্যন্ত বিশাল মশাল মিছিল করলো DYFI এর কর্মী সমর্থকরা।মশাল মিছিল শেষে কোন্নগর স্টেশন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কুশপুতুল দাহ করে DYFI এর কর্মী সমর্থকরা।