এই মুহূর্তে জেলা

বেলুড় লালবাবা কলেজে অনশন বিক্ষোভ।

হাওড়া, ৯ সেপ্টেম্বর:- কলেজ প্রিন্সিপালের প্রতিশ্রুতি মতো সংশোধিত রেজাল্ট হাতে না পাওয়ায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজ চত্বরে অনশন বিক্ষোভ শুরু করেছেন। গত ৬ সেপ্টেম্বর স্নাতক স্তরের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী সেমিস্টারের পর অসম্পূর্ণ মার্কশিট হাতে পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। প্রায় তিন ঘন্টা প্রিন্সিপালকে ঘিরে চলে বিক্ষোভ। অবশেষে প্রিন্সিপালের লিখিত আশ্বাসে বিক্ষোভ ওঠে। এরপর বুধবার তাদের হাতে সম্পূর্ণ মার্কশিট তুলে দেওয়ার কথা থাকলেও এখনও তা দেওয়া হয়নি৷। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অধ্যক্ষের ফোন বন্ধ থাকায় রীতিমতো ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা এদিন কলেজ চত্বরে অনশন বিক্ষোভে বসে। উল্লেখ্য, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানাপোড়েনে বেলুড় লালবাবা কলেজের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত। স্নাতক স্তরে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট অসম্পূর্ণ আসায় স্নাতকোত্তর স্তরে তারা ভর্তির হতে পারছেন না বলে অভিযোগ। আগামী ১৫ সেপ্টেম্বর এম এ তে ভর্তির জন্য ফর্ম ফিলাপের শেষ দিন। কিন্তু রেজাল্ট অসম্পূর্ণ থাকায় তাদের ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে চূড়ান্তভাবে মানসিক বিপর্যস্ত তারা। শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে তাদের সমস্যার কথা জানিয়েছে ছাত্রছাত্রীরা।