এই মুহূর্তে জেলা

পুজোর আগেই দেড়শো রাস্তার সংস্কার , ৩০টি পার্ক সাজিয়ে তোলার সিদ্ধান্ত হাওড়া পুরসভার।

হাওড়া , ৭ সেপ্টেম্বর:- আসন্ন দুর্গাপূজার আগেই ছোটো বড় মিলিয়ে প্রায় দেড়শো রাস্তার সংস্কার করা হবে। এছাড়াও ৩০টি পার্ককে সাজিয়ে তোলা হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া পুরনিগমের তরফ থেকে। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এবার হাওড়ার জমা জল সরানোর জন্যে হাওড়া পুরনিগম, সেচ দপ্তর ও কেএমডিএ এর সঙ্গে যৌথভাবে সমস্যার সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে। হাওড়ার নিকাশি পাম্পগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ। সেগুলিকে জল নামানোর কাজে যথাযথভাবে লাগানোর জন্যে এদিন বিশদ আলোচনা করেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন। এছাড়া হাওড়ার নিকাশি নালাগুলি দিয়ে বয়ে আসা জলবহন করে একাধিক সেচ খাল। সেগুলির জলবহন ক্ষমতা কম থাকায় অনেক ক্ষেত্রেই পুরসভা এলাকার জল বেরিয়ে যেতে অনেক সময় লাগে। এদিন সেচখালগুলির জলবহন ক্ষমতাও খতিয়ে দেখেন সেচ দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি হাওড়ার অনেকগুলো খারাপ রাস্তা সারানোর পরিকল্পনা নেয় হাওড়া পুরনিগম। এদিন সাংবাদিক সম্মেলন করে সেই সব পরিকল্পনার কথা জানান সুজয়বাবু।