এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু করা সম্ভব বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, কেন্দ্রের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারকে এবিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি। রাজ্য সরকার নিজ উদ্যোগে তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, সে প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান,

রাজ্য সরকার চাইলে সে কাজ করতেই পারে। তবে যেহেতু এই প্রকল্পের সঙ্গে রেল সহ কেন্দ্রের অন্যান্য দপ্তরগুলি যুক্ত রয়েছে, তাই এই প্রকল্পে কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই প্রকল্প কেন্দ্রের করা উচিত বলে তিনি মনে করেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার দেশের আন্তঃরাজ্য জলপথগুলির উন্নয়নে মোট ১১১টি প্রকল্প হাতে নিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এরমধ্যে কুড়িটি প্রকল্প দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য। উত্তর-পূর্বের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে স্থলপথে শিলিগুড়ি ছাড়াও বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের মাধ্যমে জলপথ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে চুক্তি করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার উপস্থিত ছিলেন।