এই মুহূর্তে জেলা

উন্নয়নকে সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে জয় ছিনিয়ে আনবে শাসক দল – মহুয়া মৈত্র।

নদীয়া , ২৩ আগস্ট:- বিজেপির ধর্মের রাজনীতি আর তৃণমূলের উন্নয়নকে সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে জয় ছিনিয়ে আনবে রাজ্যের শাসক দল। রবিবার কৃষ্ণনগর পৌরসভার একটি হলে সাংগঠনিক বৈঠক করে কথা বললেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র। রবিবার ছুটির দিনে কৃষ্ণনগর পৌরসভার একটি হলে সাংগঠনিক বৈঠক ডাকেন জেলা সভাপতি। সেখানেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যুবক দলে যোগদান করেন। মহুয়া মৈত্র বলেন, লকডাউন থাকার কারণে দীর্ঘদিন ধরে সেই ভাবে সংগঠনের কাজ বন্ধ রয়েছে।

কিন্তু আস্তে আস্তে আমাদের স্বাভাবিক জায়গায় ফিরতে হবে। ইতিমধ্যেই জেলার প্রচুরসংখ্যক যুবক দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। মূলত বিজেপি যেভাবে ধর্মের রাজনীতি করছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দলের পক্ষ থেকেও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এর পাশাপাশি যারা রাজনীতি করে না সেই রকম নতুন যুবকরাও তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। সেই কারণেই এ দিনের সাংগঠনিক বৈঠক এ জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক নতুন নতুন যুবক দলে যোগ দিয়েছে। এতে দল আরো শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।