হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার সকালে জন্মাষ্টমীর পুণ্য লগ্নে নর্থ হাওড়া সোস্যাল ওয়েলফেয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উওর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, সমাজসেবী অরিজিৎ বটব্যাল মহাশয়, বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত প্রমুখ।
Post Views: 326









