Uncategorized

খরদহ ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড পরিদর্শনে শ্রমমন্ত্রী।

খড়দহ, ২৭ আগস্ট:- খড়দহ এন জে এম সি জুট মিল ২০১৫ সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না খড়দহ মিলে এসে মিলের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ও মিলটি ঘুরে দেখেন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খড়দহের পৌর প্রশাসক নিলু সরকার উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর এর বিধায়ক রাজ চক্রবর্তী বিধায়ক সোমনাথ শ্যাম জুট মিলের আধিকারিক। জুটমিল পরিদর্শন করার পরে মন্ত্রী বেচারাম মান্না বলেন জুট মিল খোলার জন্য লেবার কমিশনের সাথে কথা বলে যাতে এই মিল পুনরায় চালু করা যায় সেদিকেই আমার লক্ষ্য থাকবে। ব্যারাকপুর মহকুমায় মোট চারটি জুটমিল বন্ধ আছে তিনি আরো বলেন যুগের চাহিদা সারা পৃথিবী জুড়ে রয়েছে আশা করি আমরা এ কাজে সফল হব। ও এলাকায় শ্রমিকরা যাতে আবার পুনরায় কাজ ফিরে পায় আমাদের সবার লক্ষ্য কর্মসংস্থানের।