এই মুহূর্তে জেলা

শোলা শিল্প বাঁচাতে উদ্যোগী হোক সরকার , দাবী মালাকারদের !

সুদীপ দাস, ২৫ আগস্ট:- শোলা শিল্প বাঁচাতে উদ্যোগী হোক সরকার দাবী শিল্পীদের। একটা সময়ে যেই শিল্পের দৌলতে বাঙালীরা পদবীর পরিচয় পায়, সেই শিল্পই বর্তমানে ধুঁকতে শুরু করেছে। মালাকার পদবী পাওয়া সেইসমস্ত বংশের দেখা মিললেও পেট বাঁচাতে তাঁরা অন্য পেশাকে বেঁচে নিয়েছেন। আর এখনও যারা শোলা শিল্পের শিখা কোনওমতে জ্জ্বালিয়ে রেখেছেন তাঁদের বক্তব্য সরকার হস্তক্ষেপ না করলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। হুগলীর সিঙ্গুরের ঘনশ্যামপুরে মালাকার সম্প্রদায়ের বাস। ফুল বা শোলার মালা তৈরী করতেন যারা তাঁরাই এই মালাকার গোষ্ঠী। একটা সময়ে ওই এলাকায় থাকা মালাকাররা শোলা শিল্পের সাথে যুক্ত ছিলো। কিন্তু বাজারের মন্দায় এখন শোলা শিল্পকে আঁকড়ে বেঁচে রয়েছে শুধুমাত্র একটি পরিবার। সেই পরিবারের বাসিন্দা রথীন মালাকার। বিগত চার পুরুষ ধরে তিনি এই কাজ করে চলেছেন। কিন্তু বর্তমানে নানা কারনে শোলা শিল্পের অবস্থা খারাপ।