এই মুহূর্তে কলকাতা

সংশোধনাগারে দেশভাগের উপর দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে দেশভাগের উপরে দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের যেসব সেলে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দর মত স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন সেগুলি সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন জানিয়েছেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৩৩ একর জমির মধ্যে ৩৪ একর জমির উপরে এই ইতিহাস সমৃদ্ধ প্রদর্শনীশালা তৈরি করা হবে। এই জন্য দুটি সংশোধনাগারেই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।