এই মুহূর্তে জেলা

আমি জেলে থাকবো , কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না -মমতা বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ২৫ জানুয়ারী:- জেলে থাকবো তাও ভাল কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না। এই ভাষাতেই পুড়শুড়ার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর অভিযোগ, বিজেপি কখনো বলছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেব। কখনো বলছে দেখে নেব। কখনো বলছে হয় ঘরে থাকো না হলে জেলে থাকো। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, আমি জেলে থাকবো, কিন্তু বিজেপির ঘরে থাকবো না। বিজেপির কাছে মাথা নিচু করার থেকে নিজের গলা কেটে দেব তাও ভাল। যতদিন বেঁচে থাকব মাথা উঁচু করে লড়াই করবো। কিন্তু বিজেপির কাছে মাথা নিচু করবো না। নিশ্চিন্তে থাকুন। একমাত্র জনগণের সামনে মাথা নিচু করবো। সিপিআইএমের সমর্থন এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী। বিজেপি সিপিআইএম ও কংগ্রেসকে জগাই মাধাই ও গদাই বলে কটাক্ষ করেন মমতা।

তিনি বলেন, ভোট এলেই এই তিন দল কানে কানে কথা বলে। বিজেপিকে তাণ্ডবকারীদের দল বলে আক্রমণ করেন মমতা। তাঁর বক্তব্য, বিজেপি মানুষের উপর অত্যাচার করছে। যখন করোনা মহামারী চলছে তখন দিল্লিতে ভয়াবহ দাঙ্গা করেছে। ভোটে বিজেপি টাকার খেলা শুরু করবে বলে জানান মমতা। তিনি জানান, টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে। টাকা দিতে এলে নিয়ে নিন। কিন্তু ভোটবাক্সে ভোটটা উল্টে দিন। মানুষ বিজেপিকে একবার ভোট দিয়ে দেখেছে। রোজ ওরা আগুন চালাচ্ছে। নিজেদের পার্টি অফিসেই নিজেরা আগুন জ্বালাচ্ছে। ব্যারাকপুরে একবার জিতে আগুন লাগাচ্ছে। হুগলিতে একবার জিতে জুট মিলগুলোকে কেন্দ্র করে আগুন লাগানোর চেষ্টা করছে। হিন্দি ভাষীদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপিতে ভরসা করবেন না ওদের কাছে যাবেন না। জুট মিলের শ্রমিকদের পাশে আমরা আছি। তাদের যা দরকার আমরাই দেখব।