এই মুহূর্তে কলকাতা

প্রশিক্ষণের শেষে বেকার যুবক-যুবতীদের চাকরি নিশ্চিত করতে উদ্যোগী হলো সরকার।

কলকাতা, ২১ আগস্ট:- বেকার যুবক- যুবতীদের চাকরি মুখী প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের চাকরি পাওয়া নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পজগতের চাহিদা মেটাতে পারে এমন সময়পযোগী প্রশিক্ষণ পরিকাঠামো আছে এবং শিল্প জগতের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে এমন সংস্থাকেই এবার প্রশিক্ষণের কাজে নিযুক্ত করা হবে বলে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য বিভিন্ন বণিক সভার কাছ থেকেও সহায়তাও চাওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিকে যুগোপযোগী করে তোলার ব্যাপারে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সময়োপযোগী প্রশিক্ষণ পরিকাঠামো নেই এমন কিছু সহযোগী সংস্থাকে বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে প্রায় ৫ হাজার সংস্থা প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত আছে। সম্প্রতি পর্যালোচনা করে ওই তালিকা থেকে ৭০ টি সংস্থাকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় বণিকসভা গুলির পরামর্শমতো নতুন সংস্থাকে যুক্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই ৯ টি এই ধরণের সংস্থা রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে বলে কারিগরি শিক্ষা দপ্তর সূত্রে খবর। যারা প্রশিক্ষণের পাশাপাশি উপযুক্ত প্রার্থী দের জন্য চাকরির সুযোগ দিতে পারবে।