এই মুহূর্তে কলকাতা

আবারও বদলে যেতে পারে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন।

কলকাতা, ১৬ মার্চ:- আবারও বদলে যেতে পারে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। উপনির্বাচনের জন্য পরীক্ষার সময়সূচিতে বদল করতে হতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।বুধবার, বিধানসভায় তিনি জানান, দুই কেন্দ্রের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। যদি নির্বাচন পিছনো সম্ভব না হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই উপনির্বাচন রয়েছে। সেই জন্য রাজ্য ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা না করা গেলে পরীক্ষার দিন বদল করতে হবে।

তবে এর আগে জয়েন্ট এন্ট্রান্সের জন্য শিক্ষা সংসদ একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করেছে। তবে ফের তারা এটা করতে রাজি হবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে’। আগামী ২ এপ্রিল থেকে র‍াজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর ১২ এপ্রিল রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর ১১ এবং ১৩ এপ্রিল রয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। তাই নির্বাচন কমিশনকে ভোট পিছনোর আর্জি জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু কমিশন সূত্রে খবর, ওই দিন আরও কয়েকটি রাজ্যে ভোট রয়েছে। তাই দুই কেন্দ্রের উপনির্বাচন পিছনো সম্ভব হবে না। তাই পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে।