এই মুহূর্তে কলকাতা

নবান্নে ১৪৪ ধারা থাকা স্বত্বেও মহিলাদের বিক্ষোভ , প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়।

হাওড়া, ১৮ আগস্ট: নবান্নের পুরো এলাকায় ১৪৪ ধারার মধ্যে। জনা কুড়ি মহিলা বিক্ষোভ দেখানো ৩০ মিনিটের বেশি সময় ধরে। নবান্নের সামনে এতক্ষণ ধরে কি করে বিক্ষোভ হল প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়? পর্যাপ্ত মহিলা পুলিশ ছিল না আর যার জন্য এতক্ষণ ধরে সময় লাগলো বিক্ষোভ তুলতে। বিক্ষোভ চলাকালীন দেখা গেল কর্তব্যরত পুলিশ অফিসাররা মহিলা পুলিশ অফিসারদের ডাকার কথা বলছে। যেখানে মুখ্যমন্ত্রী বসেন সেখানে পর্যাপ্ত মহিলা পুলিশ কেন পাওয়া গেল না ? নবান্ন সভাঘর লাগোয়া বাসস্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ। প্রশ্ন উঠছে পুলিশের কাছে কি আগে থেকে খবর ছিল না ? এদিনই বিক্ষোভের নবান্নের ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলো বলেই ক্ষুব্ধ’ নবান্নের শীর্ষ মহল।

এদিনের বিক্ষোভ কার্যত প্রশ্ন তুলে দিলেন নবান্নের ঢিলেঢালা পুলিশি নিরাপত্তা ? যেখানে বিক্ষোভ করছে তার থেকে ৫০ মিটার দূরে নয় নবান্ন সভাঘর। আজ সেখানে মুখ্যমন্ত্রী সভাপতিত্বে প্রশাসনিক বৈঠক। যেখানে সব মন্ত্রীর আসবেন। তার আগেই সদরঘাট থেকে কয়েক মিটার দূরত্বে এই বিক্ষোভ আগে থেকে খবর ছিল না পুলিশের কাছে? গোটা ঘটনায় ক্ষুব্ধ নবান্নের শীর্ষ মহল। এদিনের বিক্ষোভর সামিল ছিলেন সব মহিলাই। অথচ নবান্নের সামনে দেখা মিলল না পর্যাপ্ত মহিলা অফিসার ও মহিলা পুলিশের। বিক্ষোভ হবার পরই দেখা যায় একে একে মহিলা পুলিশ ও মহিলা অফিসার ঢুকতে শুরু করে। আজকের বিক্ষোভ নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা কে কেন্দ্র করে।