এই মুহূর্তে কলকাতা

রাজ্যের কেউ কাবুলে আটকে নেই , স্বস্তির খবর শোনাল নবান্ন।

কলকাতা, ১৭ আগস্ট:- বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে মানুষ কাবুলে হয় কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে আটকে আছেন। তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকার। এর মধ্যে কাবুল থেকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আর মঙ্গলবার কাবুলের ভারতীয় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনল মোদী সরকার। এর মধ্যেই বাংলার মানুষদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল নবান্ন। নবান্ন সূত্রে খবর, রাজ্যের কেউ কাবুলে আটকে আছে বলে কোনো খবর নেই এখনও পর্যন্ত। এই বিষয় নিয়ে রাজ্য পুলিশের এক উচ্চ অধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানান যে, এখনও পর্যন্ত কাবুলে কোনো রাজ্যবাসীর আটকে থাকার খবর নেই।

যদিও বিজেপির এক সূত্র এই খবরকে নস্যাত্‍ করে দাবি করে যে, দার্জিলিংয়ের কিছু নাগরিক কাবুলে আটকে আছেন। বিডিও-এসডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে কারোর আটকে থাকার খবর পেলেই যেন দ্রুত প্রশাসনকে জানানো হয়। দেশের বিভিন্ন রাজ্যগুলোর তরফে এর মধ্যেই তাদের বাসিন্দাদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। আফগানিস্তানের এয়ার স্পেস বন্ধ থাকায় ভারতীয়দের দেশে ফেরানোর কাজ থমকে গেছে। সেই থেকেই ভারতীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। আত্মীয়দের নিয়ে চিন্তা বাড়তে থাকে। তবে বাংলার কেউ আটকে না থাকার খবর কিছুটা স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে।