এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমে সময় কাটালেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।

মহেশ্বর চক্রবর্তী, ১৫ আগস্ট:- ১৫ ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন আরামবাগের বৃদ্ধাশ্রমে বেশ কিছুটা সময় কাটালেন বিজেপি নেতা তথা পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনি তাঁর কয়েক জন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে যান।জানা গিয়েছে সকালে আরামবাগ বিজেপির কার্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং বৃদ্ধাশ্রমের আবাশিকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।এই বিষয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, আজ ভারতের স্বাধীনতা দিবস।সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে। এই রখম একটা দিনে বৃদ্ধাশ্রমের আবাশিকদের জন্য খাবারের ব্যবস্থা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের সৌভাগ্য যে এদের সেবা করতে পারছি। এটাকে আমরা মন্দির বলে মনে করি। কোনও রাজনৈতিক রং নয়, আমি ব্যক্তিগত ভাবে এদের সারা মাসে যে চাল লাগবে তা দেওয়ার চেষ্টা করবো।

এখানে সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি। অপরদিকে এই বৃদ্ধাশ্রমের এক আবাশিক সুনিল পাল জানান, আমরা খুব আনন্দিত। ওনার ব্যস্ত সময় বের করে এই বৃদ্ধাশ্রমে এসেছেন। পুড়শুড়ার বিধায়ককে পাশে পেয়ে খুব ভালো লাগছে।পাশাপাশি এই বৃদ্ধাশ্রমের যিনি দেখাশোনা করেন অলোক ঘোষ জানান, ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবসে উনি আমাদের এখানে এসেছেন তাই ওনাকে অশেষ ধন্যবাদ। এই বৃদ্ধাশ্রমে মোট আটজন আবাশিক থাকেন এবং চারজন কর্মী আছেন।বিশেষ এই দিনে মাছের মাথা দিয়ে ডাল,ভাত, মাছের কালিয়া, মিষ্টি, মটর পনির,পটল চিংড়ি, পায়েস করা হয়েছে। পুড়শুড়া বিধায়ককে অশেষ ধন্যবাদ, উনি এই দিনে এসেছেন। সবমিলিয়ে এদিন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার কর্মী ও নেতৃত্ব এবং পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষকে পাশে পেয়ে খুশি আরামবাগ বৃদ্ধাশ্রমের আবাসিকরা।