এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

হুগলি, ১২ নভেম্বর:- বৈদ্যবাটী পৌরসভার ছাতুগঞ্জ এলাকায় দুঃসাহসিক চুরি। কয়েক লক্ষ টাকা সহ সোনা নিয়ে চম্পট দিলো চোর। ছট পুজো উপলক্ষে শ্যামনগরে শ্বশুর বাড়িতে গিয়ে ছিল পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে দেখে ঘরের চাবি পকেটে কিন্তু দরজা খোলা। অভিযোগ দরজার তালা ভেঙ্গে ঘরে ঠোকে চোর, ভাঙ্গা হয় আলমারির তালা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের জিনিসপত্র। পরিবারের সদস্য বিকাশ সাউ বলেন, পরের মাসে বোনের বিয়ের জন্য সোনা সহ কয়েক লক্ষ টাকা রাখা ছিল ঘরে।

ঘরের দরজা এবং আলমারি ভেঙ্গে টাকা, সোনা নিয়ে পালায় চোর। খবর দেওয়া হয় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের দাবি রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের চিনতে পারে তারা। লিখিত অভিযোগ দায় করা হয়েছে শ্রীরামপুর থানায় বলে দাবি তাদের। সিসি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছে পুলিশকে বলেও জানান। পুলিশ সূত্রে খবর এই ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে শ্রীরামপুর থানার পুলিশ।