এই মুহূর্তে জেলা

বাড়লো গুরুত্ব। সাঁত্রাগাছি গভঃ রেলওয়ে পুলিশ আউট পোস্টকে ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হলো।

হাওড়া , ১৫ আগস্ট:- সাঁত্রাগাছি গভঃ রেলওয়ে পুলিশ আউট পোস্টকে রবিবার ১৫ আগস্ট থেকে সাঁত্রাগাছি ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হলো। এদিন এর শুভ সূচনা করেন ডিআইজি, রেল (পঃ বঃ) সোমা দাস মিত্র। এদিন এক সাংবাদিক বৈঠকে রেলের ডিআইজি সোমা দাস মিত্র বলেন, শালিমার জিআরপিএসের অধীনে থাকা সাঁত্রাগাছি জিআরপিপি (পুলিশ আউট পোস্ট)-কে এবার সাঁত্রাগাছি ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হলো। আগামী দিনে দক্ষিণ পূর্ব রেলের আরও বেশি ট্রেন সাঁত্রাগাছি থেকেই চলাচল করবে। এর ফলে মানুষ আরও বেশি করে সাঁত্রাগাছি স্টেশন ব্যবহার করবেন। সেই কারণেই গত ১৯৫০ সাল থেকে চলে আসা সাঁত্রাগাছি গভঃ রেলওয়ে পুলিশ আউট পোস্টকে আজ থেকে সাঁত্রাগাছি ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হলো।

এরফলে কোনও ঘটনার অভিযোগ জানাতে এখন থেকে যাত্রীদের আর শালিমার জিআরপিএসে যেতে হবে না। এখানে এসেই অভিযোগ জানাতে পারবেন। এখানের পুলিশ আধিকারিকরাই সেই কেসের তদন্ত করতে পারবেন। বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হলে সেক্ষেত্রে সাঁত্রাগাছি স্টেশনে আসতে গেলে বা এই ইনভেস্টিগেশন সেন্টারে আসতে গেলে মানুষকে প্রচুর সমস্যায় পড়তে হয়। জল জমে গেলে আমাদের অফিসার কর্মীদেরও অনেক কষ্ট করে থাকতে হয়। সেই বিষয়টি যাতে আরও উন্নত করা যায় এবং জল জমার সমস্যা যাতে আমরা বন্ধ করতে পারি সেই ব্যাপারেও আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা লজিস্টিক সাপোর্ট রেলের তরফ থেকে পাই, নতুন এসআরপি ম্যাডাম ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ডিআরএমের সঙ্গে কথা বলেছেন।