এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জন গ্রেফতার।

হুগলি, ১০ আগস্ট:- হুগলির গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জনকে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ। যদিও ধৃত ওই তিন জন কর্মী তৃনমুল কর্মী বলে জানা গিয়েছে। পাশাপাশি সভাপতি ও কর্মাধ্যক্ষকে নিজেদের দলের লোকেরাই হেনস্তা ও মারধর করার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। গোঘাটের পচাখালি এলাকায় পথঅবোরধ চলে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, চড়াও দলেরই কর্মীরাই, বিডিও অফিস থেকে মারধর করে বের করা হল পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালকে। তৃনমুল দলের কর্মীদের হাতেই হেনস্থার শিকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল। মারধর করে বিডিও অফিস থেকে বের করে দেওয়া হল তাঁকে। তাঁকে বাঁচাতে এসে মার খেলেন দলের আরও দুই মহিলা নেতা। সোমবার ওই ঘটনার জেরে গোঘাট বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত সভাপতি ও কর্মাধ্যক্ষরা থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার জেড়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে কোটে তোলে।